ক্রাইমবার্তা রিপোট:ঘূর্ণিঝড় ‘মোরা’ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তবে তার আগে তার ছোবলে মারা গেছে ছয়জন।
বিবিরি খবরে মৃতের সংখ্যা ছয় বলে জানানো হয়েছে। সাইক্লোন মোরা বাংলাদেশের উপকূলে ভোর ছ’টার দিকে আঘাত হেনেছ। টেকনাফে বাতাসের গতি ছিল ঘণ্টায় ১১৫ কিলোমিটার, সেন্ট মার্টিন্সে ১১৪ কিলোমিটার। সমুদ্রের পানিতে শাহপরীর দ্বীপ, মহেশখালী এবং কক্সবাজারের কিছু নিম্নাঞ্চল প্লাবিত। ঘূর্ণিঝড়ে সেন্ট মার্টিন্স দ্বীপে বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন উপকূল এলাকা থেকে কয়েক লক্ষ লোককে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে।
ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হওয়ায় সমুদ্র বন্দরসমূহকে বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৮ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে রাত ৯ টা পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।