ক্রাইমবার্তা রিপোট:বর্তমানে সংবাদপত্রে সত্য লেখার অধিকার হরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিকল্পধারার সভাপতি প্রফেসর একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই না করলে জাতির কোনো মুক্তি আসবে না।
বৃহস্পতিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বি. চৌধুরী বলেন, আজকে সংবাদপত্র ও জনগণের বাকস্বাধীনতার কথা বলা হচ্ছে। কোথায় জনগণের বাক স্বাধীনতা ? আজো সাগর-রুনি হত্যার বিচার হয়নি। এই জুন মাসেই চারটি সংবাদপত্র রেখে সব সংবাদপত্র বন্ধ করে দেয়া হয়েছিল। এখনো সংবাদপত্র থাকলেও সেখানে সত্য কথা লেখার অধিকার হরণ করা হয়েছে।
তিনি বলেন, রোজা আমাদের তাকওয়া অর্জন করতে শেখায়। রোজার মাসে আমরা আমাদের চরিত্র গঠনের যেটুকু সময় পাই সেটুকু সময় যথেষ্ট নয়। সারা বছরই নিজেদেরকে গঠন করতে হবে। শিক্ষা ক্ষেত্রে দেশে সর্বোচ্চ শিক্ষিত ও যারা কাজ করে তাদেরকে দায়িত্ব দিতে হবে। বিশেষ করে এদেশের শিক্ষা মন্ত্রী তিনিই হবেন যিনি ব্যক্তিগত জীবনে চরিত্রবান, সুশিক্ষিত এবং শিক্ষা ক্ষেত্রে সকল বিষয়ে জানেন ও বোঝেন। আমরা যদি এই খাতটাকে অগ্রাধিকার খাত ধরে এগিয়ে যেতে পারি ভবিষ্যত প্রজন্ম আরো অনেক কিছু করতে পারবে।