বজ্রপাতে দুই জেলায় নিহত ৬

ক্রাইমবার্তা রিপোট:বজ্রপাতে ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীতে এক নারীসহ ৬ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানায়, নাসিরনগর ও বিজয়নগরে বজ্রপাতে ৪ জন নিহত ও দুইজন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলার নাসিরনগরের ভলাকুট ও বিজয়নগরের পাহাড়পুরে এই বজ্রপাতে নিহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হল- নাসিরনগরের ভলাকুট এলাকার মরহুম রমিজ উদ্দিনের ছেলে মন্তু মিয়া(৫৫), হামিদ মিয়ার ছেলে শহিদ মিয়া(৩২), মরহুম আবু মিয়ার ছেলে জিনু মিয়া(৩০) ও জেলার বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা এলাকার আব্দুল হামিদের ছেলে মো. আব্দুল হান্নান।

নাসিরনগর এলাকাবাসী জানায়, সকালে বাড়ির পাশের মেঘনা নদীতে মাছ ধরতে যায় মন্তু মিয়া, শহিদ মিয়া, জিনু মিয়াসহ পাঁচজন। এসময় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হলে সকলেই নদীর পাশের একটি ঘরে অবস্থান নেয়। এসময় ঘরের উপর বজ্রপাত হলে সকলেই দগ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হয় মিরাজ মিয়া ও রেশম নামে দুই জন। আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে বুধবার দিবাগত রাতে জেলার বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা এলাকার আব্দুল হামিদের ছেলে মো. আব্দুল হান্নান বজ্রপাতে নিহত হন।

 

 

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।