ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার জন্যে আবারও রুশ-মার্কিন আঁতাতকে দুষলেন।
তিনি বলেন, এই প্রচেষ্টায় ট্রাম্পের সহকারিসহ মার্কিনীদের হাত থাকার সম্ভাবনা রয়েছে।
হিলারি বুধবার ক্যালিফোর্নিয়ায় এক টেকনোলজি সম্মেলনে বক্তৃতা করতে গিয়ে রাশিয়ার সাইবার হামলার বিষয়টি উল্লেখ করেন। এ সময় তিনি নির্বাচনী লড়াইকালে তার বিরুদ্ধে প্রচারণার কথা উল্লেখ করে বলেন, মস্কোর নেতৃত্বে তার বিরুদ্ধে প্রচারণা করা হয়। খবর এএফপি’র।
সম্মেলনে তিনি আরো জানান, তার বিরুদ্ধে ব্যাপক মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যাচার ও তার প্রচার শিবিরের ই-মেইল হ্যাক করা হয়।
তিনি আরো অভিযোগ করেন, এই কাজে বেশ কয়েকজন মার্কিনী রুশদের সাহায্য করে।
তিনি তৎকালীন এফবিআই এর পরিচালক জেমস কোমির ভূমিকার কথা তুলে ধরেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক দিন আগে ই-মেইল বিতর্কের মুখে পড়েন হিলারি। সে সময় তার বেশ কিছু ই-মেইলের খোঁজ পায় এফবিআই। তারা তখন নতুন করে এ ব্যাপারে তদন্ত করার ঘোষণা দেয়।
ওই সময়ে কোমি বলেন, পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করেন। সে সময়ের বেশি কিছু ই-মেইলে সন্ধান পেয়েছেন তারা।
তিনি জানান, নির্বাচনের মাত্র কয়েকদিন আগে তার ই-মেইল এর ব্যাপারে নতুন করে তদন্তের ঘোষণাটি ছিল তার নির্বাচনী প্রচারণার ওপর একটি ‘বড় ধরনের ধাক্কা’।
হিলারি বলেন, ‘কোমি ২৮ অক্টোবর আমার বিরুদ্ধে ই মেইল অভিযোগটি সামনে আনেন এবং এর পরপরই নির্বাচনে আমার ভোট কমতে শুরু করে।’