ক্রাইমবার্তা রিপোট:গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, কারা পুঁজি পাচারকারী। কেন তাদের ধরা হচ্ছে না। তাদের সাথে কি সরকারের সম্পৃক্ততা রয়েছে? যদি সম্পৃক্ততা না থাকে তাহলে ধরা হচ্ছে না কেন? তিনি অর্থমন্ত্রীর কাছে চলতি বাজেট অধিবেশনেই টাকা পাচারের সঠিক হিসাব দাবি করে বলেন, অর্থমন্ত্রী হিসাব চাই, হিসাব চাই। কেন তাদের ব্যাপারে তথ্য গোপন করা হচ্ছে?
গণফোরাম ঢাকা মহানগরের উদ্যোগে আজ শনিবার কদমতলী, শ্যামপুর, যাত্রাবাড়ী ও ডেমরা থানার নেতা-কর্মীদের সাথে ধোলাইরপাড়স্থ এস এ টাওয়ারে এক মতবিনিময় সভায় ড. কামাল হোসেন একথা বলেন।
তিনি আরো বলেন, পুঁজি পাচার না হলে তো বাজেটে এমন ঘাটতি হতো না। তিনি অর্থমন্ত্রীকে প্রশ্ন করেন, তিনি পুঁজি পাচারকারীদের ব্যাপারে নিস্ক্রিয় কিনা?
তিনি বলেন, অর্থমন্ত্রী যে সব ঠিক ঠিক করছেন তা কিন্তু সত্য নয়।
মতবিনিময়ে পার্টির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ জগলুল হায়দার আফ্রিক, আ ও ম শফিক উল্লাহ, মোশতাক আহমদ, সাইদুর রহমান সাইদ, ফজলুল কবির কাওসার, মিজানুর রহমান মিজান ইউসুফ বেপারী, নাসির হোসেন, শহীদুর রহমান মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।