ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:: আমি মনে করি ফেসবুক মানুষের আবেগকে কেড়ে নিচ্ছে। মানুষে মানুষের সম্পর্ককে নষ্ট করে দিচ্ছে।’ বললেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা ববিতা।
তিনি বলেন, ‘সরাসরি মানুষের মধ্যে যে হৃদ্যতা থাকে, তা কোনো ভাবে ফেসবুকের মাধ্যমে হয় না, হওয়া সম্ভব না। বর্তমান সময়ে দেখা যাচ্ছে ঘনিষ্ঠ মানুষগুলোর সম্পর্ক ফেসবুকের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ছে। দেখা-সাক্ষাতের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাচ্ছে। এমনকি আমি এমন অনেক পরিবারকে জানি, বাবা-মায়ের কাছ থেকে দূরে থাকা সন্তান মাঝে মাঝে ফেসবুকে কথা বলে, অথচ ছয় মাসে একবারও দেখা করার প্রয়োজনীয়তা বোধ করে না। বিষয়টা খুবই মর্মান্তিক। এভাবে ঘনিষ্ঠ সম্পর্কগুলো হালকা হয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। আমার দুই বোন সুচন্দা ও চম্পার সঙ্গে কথা বলতে চাইলে ফোন করি। অথবা আমরা সরাসরি একে অপরের সঙ্গে দেখা করি, আড্ডা দেই। আমার ছেলে কানাডায় থাকে। ছেলের সঙ্গে ফোনে কথা বলি নিয়মিত। অথবা দেখতে মন চাইলে চলে যাই সেখানে। আমাদের সম্পর্কগুলো অটুট আছে।’
তথ্যসূত্র : চ্যানেল আই
Check Also
অন্তর্বর্তী সরকারকে ডি-স্ট্যাবিলাইজ করার ষড়যন্ত্র হচ্ছে: ফারুকী
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নানান ইস্যুতে প্রতিবাদের সুরে কথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই ছাত্র-জনতাকে …