রক্ত চোষা নিষ্ঠুর বাজেট, প্রতিরোধই মুক্তির পথ: খালেদা জিয়া

রক্ত চোষা নিষ্ঠুর বাজেট, প্রতিরোধই মুক্তির পথ: খালেদা জিয়া
রক্ত চোষা নিষ্ঠুর বাজেট, প্রতিরোধই মুক্তির  পথ: খালেদা জিয়াশীর্ষ নিউজ, ঢাকা: প্রস্তাবিত ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেটকে সাধারণ মানুষের রক্ত চোষা নিষ্ঠুর বাজেট হিসেবে অভিহিত করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আজ শনিবার টুইটারে এক বার্তায় তিনি বলেন, এই নিষ্ঠুর বাজেট সাধারণ মানুষের শেষ রক্তবিন্দু পর্যন্ত শুষে নেয়ার সর্বশেষ চেষ্টা। প্রতিরোধই মুক্তির একমাত্র পথ।’

১ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৭-২০১৮ অর্থবছরের ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট পেশ করেন। ওইদিনই সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির এক ইফতারে অংশ নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রস্তাবিত বাজেটকে লুটপাট ও চুরির বাজেট বলে অভিহিত করেছিলেন। এরপর আজও এক টুইট বার্তায় বিএনপি চেয়ারপার্সন প্রস্তাবিত বাজেট নিয়ে তার প্রতিক্রিয়া তুলে ধরলেন।

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।