ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী হামলার আশঙ্কায় জার্মানির পশ্চিমাঞ্চলে একটি সঙ্গীত উৎসব স্থগিত করে সেখান থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। ওই সঙ্গীত উৎসবের আয়োজকরা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সন্ত্রাসী হামলার আশঙ্কায় পুলিশের পরামর্শে আয়োজন স্থগিত করা হয়েছে।
জার্মানির নুরেমবার্গ অ্যারেনায় তিন দিনের ওই উৎসবে প্রায় ৮৫ হাজার মানুষ অংশ নেয়ার কথা ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আয়োজকরা জানিয়েছে শনিবার উৎসবটি আবার শুরুর আশা করছেন তারা।
গত মাসে ব্রিটেনের ম্যানচেস্টারে একটি কনসার্টে বোমা হামলায় ২২ নিহত হওয়ার পরে জার্মানিতে এমন আশঙ্কার খবর পাওয়া গেল। ইনডিপেন্ডেন্ট টিভি
Check Also
আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …