ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টায় যারা হ্যাকিং করেছে, তা বিশ্বের যে কোনো প্রান্তেরই হতে পারে। শুক্রবার এক সাক্ষাৎকালে রুশ প্রেসিডন্ট ভ্লাদিমির পুতিন একথা বলেছেন।
এই অপতৎপরতার পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে মার্কিন গোয়েন্দাদের দাবির প্রতিও প্রশ্ন তোলেন তিনি।
পুতিন এনবিসি নিউজকে বলেন, ‘ওই হ্যাকাররা যে কোনো প্রান্তেরই হতে পারে। তারা রাশিয়া, এশিয়া এমনকি আমেরিকা বা ল্যাটিন আমেরিকারও হতে পারে।’
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘এরা অপকর্মটি করে চাতুর্যের সাথে রাশিয়ার ঘাড়ে দোষ চাপাচ্ছে এবং যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে রাশিয়াকেই দুষছে।’
শুক্রবার সাক্ষাতকারটি আংশিকভাবে প্রকাশ করা হয়। রোববার এটি সম্পূর্ণ প্রচার করবে এনবিসি নিউজ।
এতে তিনি এও বলেন, যুক্তরাষ্ট্র থেকে এই সাইবার হামলা এমনভাবে চালানো হয় যাতে করে এর উৎস রাশিয়া বলে মনে করা হয়। অত্যন্ত দক্ষতা ও পেশাদারীত্বের সঙ্গে এটি করা হয়েছে।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো গত বছরের নির্বাচনী প্রচারণার সময় রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভোটারদের প্রভাবিত করতে হ্যাকিংয়ের নির্দেশ দেয়ার জন্য পুতিনকে অভিযুক্ত করেছে।
ট্রাম্প মস্কোর সাথে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দেয়ার পর অভিযোগটি আনা হয়।
পুতিন শুক্রবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক ফোরামে মার্কিন নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের তীব্র নিন্দা জানান।
পুতিন বলেন, ‘এই অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বাগাড়ম্বর বন্ধ করা উচিত।’