ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ ‘এ’-র দ্বিতীয় ম্যাচটি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড উভয়েই পেয়েছে একটি করে পয়েন্ট।
বাংলাদেশের সামনে সমীকরণটা খুবই সোজা। অন্য কোনো দলের উপর নির্ভর করার দরকার নেই তাদের। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচ দুটি জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবে তারা। কারণ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচে উভয় দল এক পয়েন্ট করে পাওয়ায়, গ্রুপ পর্বের সব ম্যাচ শেষে কমপক্ষে তিন দলের সমান চার পয়েন্ট হওয়ার কোনো আশঙ্কাই আর রইল না। ফলে ওই তিন দলের মধ্য থেকে নেট রান রেটে এগিয়ে থেকে দুটি দল সেমিফাইনালে যাওয়ার টিকিট পাবে, এমন হিসাব-নিকাশও এখন অমূলক।
তবে মুদ্রার অপরপিঠে একটি নেতিবাচক দিকও কিন্তু রয়েই যায়। চ্যাম্পিয়নস ট্রফির যে ফরম্যাট, তাতে টুর্নামেন্ট শুরুর আগে বলা হচ্ছিল মাত্র একটি জয় নিয়েও কোনো দলের গাণিতিক হিসাব-নিকাশে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকে। কিন্তু বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হওয়া ও তার সুবাদে দুই দলের এক পয়েন্ট করে পাওয়ায়, স্রেফ এক ম্যাচ জিতেও শেষ চারে ওঠার সম্ভাবনাও ধূলিসাৎ হয়ে গেছে।
এখন বাংলাদেশের সামনে একটাই রাস্তা। হয় দুই ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠা, নয়ত এক ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া।