ক্রাইমবার্তা রিপোট: কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন স্থানে ৩ জুন গভীর রাতে অভিযান চালিয়ে ৫০পিচ ইয়াবা ও ২ গ্রাম হিরোইনসহ ৩ জনকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।
কালিহাতী থানার এস আই মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলার বল্লা এলাকা থেকে বল্লা গ্রামের সাবেক চেয়ারম্যান আবুল হাসেমের ছেলে মোহাম্মদ আলী(২৮) এবং অপরদিকে কালিহাতী পৌর এলাকার দক্ষিণ বেতডোবা এলাকা থেকে ইকবালের ছেলে অনিক(২৫) ও নিশ্চিন্তপুর এলাকা থেকে লক্ষন চন্দ্র ঘোষের ছেলে কৃষ্ণ চন্দ্র ঘোষ(৩২)কে ২ গ্রাম হিরোইনসহ গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে ৪ জুন রবিবার টাঙ্গাইল জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Check Also
সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …