প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি : ইমরান ও খুশী কবীরের বিরুদ্ধে মামলা নেয়নি আদালত

ক্রাইমবার্তা রিপোট:প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করার অভিযোগে গণজাগরণ মঞ্চের রমুখপাত্র ইমরান এইচ সরকার ও মানবাধিকারকর্মী খুশী কবীরের বিরুদ্ধে দায়ের করা মামলা গ্রহণ করেনি আদালত।

আজ রোববার ঢাকার সিএমএম আদালতে ব্যবসায়ী হাজী মোঃ বাদল এ মামলা দায়ের করেন।

ঢাকার মহানগর হাকিম এস.এম মাসুদ জামান বাদীর জবানবন্দী নিয়ে মামলাটি গ্রহণ না করে ফিরিয়ে দেন।

 

এর আগে রোববার দুপুরে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলা দায়েরের আবেদন করেন হাজী মোহাম্মদ বাদল।

আদালত তার জবানবন্দি গ্রহণ করে জানান, আদেশ পরে দেয়া হবে।

বেলা আড়াইটার দিকে আদালত আদেশে মামলার আবেদনটি নাকচ করে নথি ফিরিয়ে দেন।

একই ঘটনায় ৩১ মে একই আদালতে একই ঘটনায় ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।

ওইদিন আদালত আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছিলেন।

এ কারণে রোববার একই অভিযোগে মামলা দায়ের করায় আদালত মামলাটি ফিরিয়ে দেন।

হাজী মোহাম্মদ বাদলের অভিযোগ, ২৬ মে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে আসামিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তাদের বক্তব্য পর দিন বিভিন্ন পত্র-পত্রিকায় আসে। এতে তার মানহানি হয়।

 

 

Check Also

ট্রাইব্যুনালে আ.লীগ নেতাদের বিচার দেখতে এসে যা বললেন সাঈদী পুত্র

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।