ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:রহিম রেজা, রাজাপুর (ঝালকাঠি) থেকেএটিএন বাংলায় জনপ্রিয় ধারাবাহিক নাটক “ডিবি”তে অভিনয় করলেন ঝালাঠির কাঁঠালিয়ার আবুল হোসেনের মেয়ে রুমানা শারমিন বৃষ্টি। ডিবি এবারের গল্প-“পরকীয়া নয়” নাটকে ডিবি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটিএন বাংলায় রোববার ও সোমবার রাত ০৮:৪০ মিনিটে নাটকটি প্রচারিত হবে। পরিচালনা করেছেন জি.এম সৈকত। ডিবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ডি.এ তায়েব। রুমানা শারমিন বৃষ্টি জানান, তিনি কৃতজ্ঞ শিল্পী ঐক্যজোটের প্রতি। তাকে টিভি নাটকে অভিনয়ে সুযোগ করে দেওয়ার জন্য শিল্পী ঐক্যজোটের সভাপতি ডি.এ তায়েব স্যার ও প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জি.এম সৈকত স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সবাইকে নাটকটি দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি। শিল্পী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জি.এম সৈকত জানান, ডিবি নাটক টি ৫শ’ পর্ব ছাড়িয়েছে, তাদের টার্গেট ১ হাজার পর্বের। তিনি আরও জানান, শুধু ঢাকার নয় দেশে সকল স্থানের প্রতিভাবান অভিনেতাদেরই সুযোগ দেয়া হচ্ছে ডিবি নাটকে অভিনয় করার।
Check Also
সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় …