ক্রাইমবার্তা রিপোট: প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থ বছর বাজেটে ব্যাংকের আমানতের ওপর আবগারি শুষ্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। সোমবার এক বিবৃতিতে এ দাবি জানান হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, সংসদে উত্থাপিত আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের ব্যাংক আমানতের উপরে আবগারী শুল্ক আরোপ করে অর্থ সংগ্রহকে অন্যায়, গণস্বার্থ বিরোধী এবং লুটপাটের দায় মেটানোর প্রয়াস।
হেফাজতের পক্ষ থেকে এবারের প্রস্তাবিত বাজেট থেকে ব্যাংক আমানতের উপর থেকে আবগারি শুল্ক প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। জীবনের শ্রেষ্ঠ বাজেট দিয়েছেন বলে অর্থমন্ত্রী যে কথা বলেছেন তা হাস্যকার উল্লেখ্য করে বাবুনগরী বলেন, এই বাজেটের পর দেশের মধ্যবিত্ত ও গরীব মানুষের দিক থেকে এটা তাদের জন্য সবচেয়ে কষ্টকর বাজেট। কারণ এই বাজেট কাজ পাবার সুবিধা, সম্ভাবনাগুলোকে ছেটে ফেলার বাজেট।
Check Also
বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে : মাসুদ করিম
আগামীকাল ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় সকল …