ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :লন্ডন হামলার সকল সন্দেহভাজনকে আলাদা ক্যাম্পে বন্দী রাখার আহ্বান জানালেন ব্রিটিশ রাজনীতিবিদ নাইজেল ফ্যারাজে। স্থানীয় সময় রোববার ফক্সনিউজের সঙ্গে এক সাক্ষাতকারে ব্রিটেনের সাবেক ইউকেআইপি নেতা নাইজেল ফ্যারাজে বলেন, ‘সীমান্ত নিয়ন্ত্রনে ব্রিটেন দুর্বল, সেক্ষেত্রে মৌলবাদিদের শান্ত করার জন্যে ২য় বিশ্বযুদ্ধনীতি হতে পারে এর উত্তর।’
সেসময় সকল সন্দেহভাজন ব্যক্তিকে কারাবন্দি করে জিজ্ঞাসাবাদের কথা উল্লেখ করেন ফ্যারাজে। তিনি এই পন্থাকে ‘একটি উপায়’ বলে সম্মোধন করেন।
এছাড়াও জঙ্গিবাদের বিরুদ্ধে ব্রিটিশ নেতাদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ফ্যারাজে বলেন, ‘জঙ্গিবাদ দমনে সকলকে এগিয়ে আসতে হবে। স্কুল, মসজিদ বা সামাজিক মাধ্যমে ঘৃণাত্মক বিষয় প্রচারে বাধা দিতে হবে।’
সকল কথার শেষে ট্রাম্পের পক্ষ টেনে মুসলিম দেশগুলোর জন্যে ভ্রমণ নিষেধাজ্ঞাকে সমর্থন জানান ফ্যারাজে। তিনি বলেন, ‘দেশকে অধঃপতন থেকে রক্ষা করার চেষ্টা করছেন ট্রাম্প।’ নিউ ইয়র্ক পোস্ট
Check Also
ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি
পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …