সাতক্ষীরায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ক্রাইমবার্তা রিপোট:সাতক্ষীরায় ১৯ বতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে সদর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে সদরের ভোমরা পোট এলাকায় অভিযান চালায়ে ১৯ বতল ফেন্সিডিল সহ মো: শওকাত হোসেন (৩৫) কে আটক করে পুলিশ।22
আটক মো: শওকাত হোসেন ভোমরার গ্রামের মৃত: আবুল খায়েরের ছেলে।  শওকাত চিহ্নিত মাদক ব্যাবসায়ি।
এএসআই সাইমুন ঢালি ও এএসআই মফিজুল কে সঙ্গেনিয়ে এসআই নাজমুল এঅভিযান পরিচালনা করেন।
এসময় ফেন্সিডিল আটকের ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ বলেন শওকাত চিহ্নিত মাদক ব্যাবসায়ি। অনেক দিন পুলিশ তাকে খুজছিলো। মাদক ব্যবসায়ীদের হুসিয়ার করে ওসি মারুফ আহমেদ আরো বলেন মাদকের সাথে জড়িত কাউকে ছাড়দেয়া হবেনা।

 

Check Also

২০২৫-২০২৬ সেশনের কালিগঞ্জ উপজেলা জামায়াতের ০৯টি ইউনিয়নের আমীরগণের শফথ গ্রহণ

ড. মিজান সাংবাদিক কালিগঞ্জ: আজ ২২ ডিসেম্বর বিকাল ০৪ টায় উপজেলা জামায়াত অফিসে ০৯ টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।