সাতক্ষীরায় উন্নয়নের বিরুদ্ধে বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে, জেলা প্রশাসক ।সাতক্ষীরায় বর্নাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন

নাজমুল আলম মুন্না ::

প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এক বর্নাঢ্য র‌্যালি সকাল ৯ টায় সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে আরম্ভ হয়ে সাতক্ষীরার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে এক
আলোচনা সভায় মিলিত হয়। রেলিতে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন।tt

র‌্যালি পরবর্তী এক আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,এফ,এম এহতেশামূল হকের সঞ্চালনায় সভাপ্রধান হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন।
তিনি বলেন সাতক্ষীরায় উন্নয়নের বিরুদ্ধে বিভিন্ন ভাবে  বাধাগ্রস্ত কর হচ্ছে যেমন বাইপাস সড়ক, ট্রাক টার্মিনাল নিয়ে বিভিন্ন আন্দোলন করা হচ্ছে। এসব আন্দোলনে বাধাগ্রস্ত হতে হয় আমাদের এজন্য আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা সকল বাধার বিরুদ্ধে শক্ত হাতে দমন করতে পারি সরকার জেলা প্রশাসনকে সেক্ষমতা দিয়েছে। তারপরও আমরা কোন পদক্ষেপ নেইনি।    সাতক্ষীরার উন্নয়নে আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি এজন্য সকলকে সহযোগিতা করতে হতে। জেলা পরিষদ, পৌরসভা এবং এনজিও রা এই এলাকার উন্নয়নে কাজ করছে। সাতক্ষীরার  রাস্তার উন্নয়নে টেন্ডার হয়েছে আশাকরি খুব তাড়াতাড়ি রাস্তার কাজ আরম্ভ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী  এ,এন.এম মঈনুল ইসলাম , সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতী তিনি বলেন সাতক্ষীরা পৌরসভা বড় একটি বরাদ্ধ পেতে চলেছি সেটার পরিমাণ ১৪০ কোটি টাকা এই বরাদ্ধের পেলে সাতক্ষীরা পৌরসভাকে দৃষ্টি  নন্দন হবে অতিসত্বর।  উপস্থিত ছিলেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোশারেশ হোসাইন, আসফিয়া সিরাত, মোঃ আবু তালেব, একি মিত্র চাকমা, আমিনুল ইসলাম ও মোঃ স্বজল মোল্লা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা কমার্স কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, টিআইবির ইয়েস সদস্য মনিরুল ইসলাম, গাউসুল আজম, পৌর কাউন্সিলর শফিক উদ্ দৌলা সাগর, বরসা”র সহকারী পরিচালক মোঃ নাজমুল আলম মুন্না, হেড এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, টিআইবি এরিয়া ম্যানেজার আবুল ফজল মোঃ আহাদ ও বাংলাদেশ বেতারের ফারুক মাহবুবুর রহমান প্রমুখ।
দিবসটিতে অংশগ্রহণ করেন সাতক্ষীরা পৌরসভা, পিটিআই, বরসা, স্বদেশ, টিআইবি, সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়, ব্র্যাকসহ বিভিন্ন উন্নয়ন সংগঠনের ৩ শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিবসের কার্যক্রম শুরুর আগে প্রাণ সায়ের খাল পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম এর শুভ উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মহিউদ্দিন।

Check Also

সাতক্ষীরা পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি নির্বাচন

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।