সেই অরলেন্ডো শহরে ফের গুলি, বন্দুকধারীসহ নিহত ৫

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরলেন্ডো শহরে একটি ওয়্যার হাউজে এলোপাথারি গুলির ঘটনা ঘটেছে। এতে বন্দুকধারীসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত হয়েছেন আরও অনেকেই।
স্থানীয় সময় সোমবার সকালে অরলেন্ডো শহরের পশ্চিমাঞ্চলীয় শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।

ফক্স নিউজ জানিয়েছে, সকাল ৯টার কিছুক্ষণ আগে অরেঞ্জ কাউন্টির ফুল সেইল ইউনিভার্সিটির কাছে ফরসিথ সড়কের একটি ওয়্যার হাউজে গুলি বর্ষণের ঘটনা ঘটে।

দেশটির পুলিশ বলছে, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসের কোনো যোগসূত্র নেই। বরং কাজের সূত্র ধরে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

গত বছরের জুনে অরলেন্ডোতে সমকামীদের পালস নাইটক্লাবে গোলাগুলির ঘটনার বর্ষপূর্তির মাত্র এক সপ্তাহ আগে শহরটিতে ফের গুলির ঘটনা ঘটলো।

গতবার নাইটক্লাবে হামলা চালিয়ে আফগান বংশোদ্ভূত বন্দুকধারী ওমর মতিন ৪৯ জনকে হত্যা করে। ওই ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা হিসেবে বিবেচনা করা হয়।

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।