ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়ে সাঁজঘরে ফিরেছেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
দলীয় ১৭ তম ওভারে হেনরিকসের ২য় বলে তাকে এলবিডব্লিউ আউট দেন মাঠের আম্পায়ার।
মুশফিকও আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে বাইরে চলে আসেন। রিভিউ থাকলেও তা ব্যবহার করার চিন্তাও করেননি এব্যাটসম্যান।
কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায়, ওই বলটি ব্যাটের ভেতরের কানায় লেগে প্যাড স্পর্শ করে। অর্থাৎ সেটি ছিল ইনসাইড এজ।
রিভিউ ব্যবহার না করায় ব্যক্তিগত ৯ রানে তিনি মাঠ ত্যাগ করেন। এরান করতে তিনি ২০টি বল খেলেছেন।
তার আউট হওয়ার পর বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৬.২ ওভারে ৩ উইকেটে ৫৩ রান।