ক্রাইমবার্তা রিপোট:এক সপ্তাহের ব্যবধানে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে আবারও ১০টি স্বর্ণের বার পাচারকারীকে আটক করেছে বিজিবি।
আটক পাচারকারী বাবুল হোসেন (২৩) বেনাপোল পুটখালি গ্রামের মৃত ইবাদুল হোসেনের ছেলে। বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের জেলে পাড়া এলাকা থেকে বাবুলকে আটক করা হয়।
২১-বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা সংবাদ পান বেনাপোল সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান পাচারের চেষ্টা চলছে।
এর ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৮ টার সময় বেনাপোল সীমান্তের পুটখালী এলাকার জেলে পাড়ায় তারা অবস্থান নেন। এ সময় সেখান থেকে বাবুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১০০ গ্রাম। পরে পাচারকারী বকুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ ও সোনার বার বেনাপোল কাস্টম হাউসে জমা দেয়া হবে ।
এর আগে গত ২৭ মে শনিবার বেনাপোল গাতিপাড়া সীমান্ত এলাকা থেকে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের ৬টি সোনার বারসহ মনিরুজ্জামান এবং ২ মে বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে ১০ টি সোনার বারসহ মনির হোসেন নামে এক পাচারকারীকে আটক করেছিল ২১ ব্যাটালিয়নের সদস্যরা।