ক্রাইমবার্তা রিপোট:হেফাজতে ইসলামের হুমকির পর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামালের নিরাপত্তায় ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রমনা বিভাগ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে সুলতানা কামালের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে।
ডিবির দক্ষিণ বিভাগের ভারপ্রাপ্ত ডিসি শহীদুল্লাহ সাংবাদিকদের বলেন, রমনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। পরে সুলতানা কামালের সঙ্গেও কথা হয়েছে। তার কোনো সন্দেহের বিষয় আছে কিনা, তাও জানতে চেয়েছি। প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছি।
ধানমণ্ডি থানার ওসি আবদুল লতিফ যুগান্তরকে বলেন, সুলতানা কামালের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। তার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
সুপ্রিমকোর্ট এলাকায় ভাস্কর্য নিয়ে এক টকশোতে সুলতানা কামালের বক্তব্য নিয়ে হেফাজতে ইসলাম তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেয়। তার পরিণতি তসলিমা নাসরিনের মতো হবে বলেও হুশিয়ার করে তারা।