আগামী নির্বাচনে আ’লীগ ৩০ আসনের বেশি পাবে না: ফখরুল

ক্রাইমবার্তা রিপোট:সহায়ক সরকার কিংবা নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামীলীগ ৩০টি আসনের বেশি পাবে না বলে মন্তব্য করেছেন  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই। তারা জনবিছিন্ন হয়ে পড়েছে। তাই একেক সময় একেক ধরনের কথা বলে যাচ্ছে তারা।

বুধবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন।

আগামী নির্বাচনে  আ’লীগ ৩০ আসনের বেশি পাবে না: ফখরুল

আওয়ামী লীগ সরকার হ্যাটট্রিক জয় করবে বলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের সমালোচনা করে বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ আওয়ামী লীগকে দাঁতভাঙ্গা জবাব দেবে।

ফখরুল বলেন, দেশে এখন আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার নেই, সংখ্যালঘুরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। তাই এবার নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে এবং সকল দলের অংশগ্রহণের মাধ্যমে।

জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী।

 

Check Also

সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা:সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।