ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :ইরানের পার্লামেন্ট ‘মজলিশে শুরায়’ বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজন।
নিরাপত্তা বাহিনী পার্লামেন্টে প্রবেশ ও বের হওয়ার সব পথ বন্ধ করে দিয়ে ভবনটির চারপাশে অবস্থান নিয়েছে।
এছাড়া ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ খোমেনীর দরগায় বোমা হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ হতাহত হওয়ার আশংকা করা হচ্ছে।
বুধবার রাজধানী তেহরানে মজলিশে শুরার চত্বরে ঢুকে অন্তত চার বন্দুকধারী নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়েছে সরকারি সংবাদ মাধ্যম রেডিও তেহরান।
এতে অন্তত আট ব্যক্তি আহত হয়েছেন বলে জানায় ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভি।
দেশটির সরকারি সংবাদ সংস্থা ফার্স জানায়, একই সময়ে মজলিশে শুরা ও খোমেনীর দরগায় হামলার ঘটনা ঘটে।
পার্লামেন্ট সদস্য ইলিয়াস হযরতিকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, একটি পিস্তল ও দুটি একে-৪৭ রাইফেল নিয়ে তিন দুর্বৃত্ত পার্লামেন্টে হামলা চালায়। সেসময় পার্লামেন্টের এক নিরাপত্তারক্ষী নিহত হয়। পরে এক হামলাকারীকে নিরাপত্তা বাহিনী ঘেরাও করে ফেলে।