যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে নেতিবাচক একটি লেখার বিষয়ে ব্যাখ্যা চাওয়ার জন্য বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ নাজমুল কাউনাইনকে তলব করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর। মঙ্গলবার এ ঘটনা ঘটে।
জানা গেছে, যুক্তরাজ্যের বাংলাদেশ মিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদিরের লেখা ‘এ লেবার উইন অন দি কার্ডস?’ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নাজমুল কাউনাইন মঙ্গলবার পররাষ্ট্র দফতরে তলব করা হয়েছিল।
যুক্তরাজ্যের আসন্ন নির্বাচন নিয়ে এ লেখাটি ঢাকার একটি দৈনিকে ছাপা হয় এবং সেখানে নাদিম কাদিরের পরিচয় দেওয়া হয়েছে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার।
এ বিষয়ে জানতে চাইলে ব্রিটিশ সরকারের একজন কর্মকর্তা বলেন, নাদিম কাদির চুক্তিভিত্তিক নিয়োগে বাংলাদেশ দূতাবাসে কর্মরত আছেন এবং তার ব্যক্তিগত মতামতের জন্যও দূতাবাস তথা বাংলাদেশকে জবাবদিহি করতে হবে এবং সে কারণেই তার লেখাটির জন্য রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে।
নাদিম কাদিরের লেখায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে এবং তার দল কনজারভেটিভ পার্টি নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়েছে এবং বিরোধী দল নেতা জেরেমি করবিনের ঢালাও প্রশংসা করা হয়েছে এবং আশাবাদ ব্যক্ত করা হয়েছে লেবার পার্টি নির্বাচনে জিতবে।
উল্লেখ্য, যুক্তরাজ্যে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।