এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, এ অঞ্চলের প্রতিক্রিয়াশীল সরকার (সৌদি আরব)-এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের এক সপ্তাহ পর এই সন্ত্রাসী হামলাটি হয়েছে। এটা প্রমাণ করে এই নাশকতামূলক কর্মকাণ্ডে তারা (সৌদি আরব) জড়িত।
ইরানের এ অভিযোগ মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক খবরে এই তথ্য জানিয়েছে।
ইরানে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠী। কিন্তু, ইরানের সেনাবাহিনী হামলার নেপথ্যে সৌদি আরব রয়েছে বলে ইঙ্গিত করেছে।
তবে, সৌদি আরব ইরানের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।