আমরাও ফাঁকা মাঠে গোল দিতে চাই না। তারা অভিযোগ করে একদিকে নির্বাচনের কথা বলি আরেক দিকে মামলা দেই, আমরা বলি নির্বাচনের পরিবেশের সাথে মামলার কোনও সম্পর্ক নেই।

বিএনপি কী চায় তারা নিজেরাই জানে না: ওবায়দুল কাদের
বিএনপি কী চায় তারা নিজেরাই জানে না: ওবায়দুল কাদের: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নীতি নির্ধারকরা বলছেন তারা শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না, আবার একতরফা নির্বাচনও করতে দিবে না, বিএনপি আসলে কী চায় তারা নিজেরাই জানে না।

শুক্রবার দুপুরে ঢাকা মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় বিআরটিএর মোবাইল কোর্ট পরিচালনা পরিদর্শন কালে একথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বিএনপি বলে তারা ফাঁকা মাঠে গোল দিতে দিবে না, আমরাও ফাঁকা মাঠে গোল দিতে চাই না। তারা অভিযোগ করে একদিকে নির্বাচনের কথা বলি আরেক দিকে মামলা দেই, আমরা বলি নির্বাচনের পরিবেশের সাথে মামলার কোনও সম্পর্ক নেই।

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের ১০টি পয়েন্টে ৩ শতাধিক আনসার মোতায়েন করা হবে। আর ৫টি পয়েন্টে ১৫টি আইপি ক্যামেরা স্থাপন করা হবে বলেও জানান সেতুমন্ত্রী।

মহাসড়কের প্রবেশ পথগুলো দখল মুক্ত রাখার নির্দেশনাও দেন সড়ক পরিবহনমন্ত্রী

Check Also

সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা:সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।