ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে মুসাইয়িব শহরের একটি ব্যস্ত বাজারে আত্মঘাতী বোমা হামলায় ২০ জন নিহত হয়েছে। শুক্রবারের এই হামলায় আহত হয়েছে আরও কমপক্ষে ৩৪ জন। ইরাকি পুলিশের বরাত দিয়ে এ খবর জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এএফপিকে জানান, ‘মুসাইয়িবের একটি ব্যস্ত বাজারে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এই হামলায় ২০ জন নিহত হয়েছে।’
একজন পুলিশ কর্মকর্তা জানান, এ হামলায় অন্তত ৩৪ জন গুরুতরভাবে আহত হয়েছে।
হামলার কয়েক ঘণ্টা আগেও কারবালা শহরে অনুরুপ একটি হামলা চালানো হয়।
আমাক ওয়েবসাইটে এই দুই হামলার দায় স্বীকার করেছে আইএস।
উল্লেখ্য, ইরাকের রাজধানী বাগদাদের ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই মুসাইয়িব শহরে এর আগেও বেশকিছু হামলা চালানো হয়।
২০১৪ সালে এই শহরের একটি ব্যস্ত এলাকায় কামান হামলায় ২২ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছিল।
সূত্র: আল-জাজিরা