ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:খুলনার দৌলতপুরের রেলিগেট এলাকায় চানাচুর বিক্রি করেন বিল্লাল ব্যাপারী। চানাচুর বিক্রির পাশাপাশি তিনি নাচেন। সেটা আবার যেনতেন নাচ নয়, পপ সম্রাট মাইকেল জ্যাকসনের নাচ। ২০১৫ সালের শেষ দিকে তার নেচে নেচে চানাচুর বিক্রির ভিডিও অনলাইনে ‘ভাইরাল’ হয়। সবাই তাকে ‘বাংলার মাইকেল জ্যাকসন’ বলে ডাকতে শুরু করেন। সেই বিল্লালের জীবনী নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘জ্যাকসন বিল্লাল’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। আর তার নায়িকার চরিত্রে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। তিনি বলেন, দারুণ একটা কাজ করলাম। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে নাটকটি। আশা করছি সবার ভালো লাগবে। শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় ‘জ্যাকসন বিল্লাল’ ঈদে আরটিভিতে প্রচার হবে।
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …