সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু বাহিনী প্রধান রবিউল নিহত

   ক্রাইsundarban-copyমবার্তা রিপোট: সাতক্ষীরা: সুন্দরবন সাতক্ষীরা রেজ্ঞের হাড্ডা খাল এলাকায় র‌্যাব পুলিশের সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু রবিউল বাহিনীর প্রধান রবিউল ইসলাম নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব-৬ খুলনার লেফটেন্যান্ট এএমএম জাহিদুল কবীর ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদে বনদস্যুদের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব পুলিশ যৌথ অভিযান চালানো হয়। এ সময় বনদস্যুরা পাল্টা গুলি চালায়। এ পর্যায়ে বন্দুকযুদ্ধে বাহিনী প্রধান রবিউল ইসলাম নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি এলাকার বাসিন্দা। আহত হয়েছে অপর এক বনদস্যুসহ র‌্যাবের দুই সদস্য। অপর বনদস্যুরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি একনলা বন্দুক, একটি পয়েন্ট টুটু বোর এয়ারগান, দেশি পাইপগান, শর্টগানের ২৭ রাউন্ড গুলি, ১৫ রাউন্ড পয়েন্ট টুটু বোর রাইফেলের গুলি, ৫টি গুলির খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আব্দুল মান্নান জানান, সুন্দরবনে র‌্যাব পুলিশের যৌথ অভিযান চলছে। ঘটনাস্থল পাশ্ববর্তী পাইকগাছা থানার মধ্যে পড়েছে। এর থেকে বেশী কিছু আমার জানা নেই।

Check Also

আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।