কার্ডিফে সাকিব-মাহমুদউল্লাহর মহাকাব্য, অসাধারণ জয় . ক্রিকেট দলকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার অভিনন্দন

কার্ডিফে সাকিব-মাহমুদউল্লাহর মহাকাব্য, অসাধারণ জয়

কার্ডিফে সাকিব-মাহমুদউল্লাহর মহাকাব্য, অসাধারণ জয় ট্রফিতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে এখনো সেমিফাইনালের আশা টিকিয়ে রাখলো বাংলাদেশ। তবে হেরে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হচ্ছে নিউজিল্যান্ডকে।

মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারানোর পর সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ ২২৪ রানের চমৎকার জুটি এনে দিয়েছে এই বিজয়। ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের পক্ষে এটিই প্রথম ২০০র বেশি রানের জুটি। ম্যাচে সেঞ্চুরির দেখাও পেয়েছেন দুজন।

সাকিব করেছেন ১১৪ রান আর মাহমুদউল্লাহ অপরাজিত ১০২ রান।

দলের জয়ের জন্য যখন আর মাত্র ৯ রান দরকার, তখন ট্রেন্ট বোল্টকে পরপর দুইটি চার মেরে, তৃতীয় বলে বোল্ড হয়ে বিদায় নেন সাকিব।

পঞ্চম উইকেটে খেলতে নেমে যখন হাতে রয়েছে আরো ১৬টি বল, তখন একটি বাউন্ডারি মেরে খেলার ইতি টেনে দেন মোসাদ্দেক হোসেন। ৪৩তম ওভারে বোলিংয়ে এসে ৩ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে চাপেও ফেলেছিলেন এই মোসাদ্দেক।

মাহমুদউল্লাহ আর সাকিবের ২২৪ রানের জুটি বাংলাদেশকে জয় এনে দিয়েছে।

ওপেনিংয়ে খেলতে নেমে টিম সাউদির বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান তামিম ইকবাল। এরপর সাউদির বলেই লুক রনকির ক্যাচ হয়ে ৮ রানে ফিরে যান সাব্বির। খানিক বাদে ৩ রানে একই পথ ধরেন সৌম্য সরকার। একটু পরেই ১৪ রানে ফিরে যান মুশফিকুর রহিমও। তখন দলের হাল ধরেন এই দুজন।

১১ বছর আগে এই কার্ডিফের সোফিয়া গার্ডেনে বাংলাদেশে হারিয়েছিল নিউজিল্যান্ডের প্রতিবেশী অস্ট্রেলিয়াকে।

অবশ্য এবার বাংলাদেশে সেমিফাইনালে যাওয়া নির্ভর করতে শনিবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের উপর। অস্ট্রেলিয়াকে ইংল্যান্ড হারিয়ে দিলেই বাংলাদেশ চলে যাবে সেমিফাইনালে। তবে অস্ট্রেলিয়া জিতলে ঘটবে উল্টোটা।

তবে শনিবারের ম্যাচের ফলাফল যাই হোক না কেন, এই খেলাটি অনেকদিন মনে থাকবে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের।

ক্রিকেট দলকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার অভিনন্দন

ঢাকা

প্রকাশ : ১০ জুন ২০১৭,

 
 চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অবিস্মরণীয় জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘লড়াই করে জেতার আনন্দই আলাদা। লড়াইয়ের ধারা অব্যাহত রাখতে হবে। জয় আসবেই।’

Check Also

সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের শপথ

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।