যুক্তরাজ্যে নির্বাচন রেকর্ড সংখ্যক নারী নির্বাচিত

প্রকাশ : ১০ জুন ২০১৭,
বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে রেকর্ডসংখ্যক নারী নির্বাচিত হয়েছেন। হাউস অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে দুই শতাধিক নারী নির্বাচিত হয়েছেন এবারের নির্বাচনে। নারীদের এ সংখ্যা এযাবতকালের মধ্যে সর্বোচ্চ। ২০১৫ সালের নির্বাচনে ১৯১ জন নারী নির্বাচিত হয়েছিলেন। তখনই তা দেশটির ইতিহাসে সর্বোচ্চসংখ্যক নারী এমপি নির্বাচিত হওয়ার ঘটনা ছিল। দুই বছর পর বৃহস্পতিবারের আগাম নির্বাচনে বিজয়ী নারী এমপির সংখ্যা আগের সংখ্যাকেও ছাড়িয়ে ২০১ জন হয়েছে। খবর সিএনএনের।
এ বছর ব্রিটেন প্রথমবারের মতো এক শিখ নারী এমপিও পেয়েছে। বার্মিংহাম এজবাস্টন আসনে লেবার পার্টির হয়ে জয় পেয়েছেন প্রিত কর গিল নামের ওই শিখ নারী। তবে এ নির্বাচনে সবচেয়ে বিস্ময়কর ঘটনাগুলোর অন্যতম হচ্ছে- কেন্টের কেন্টারবারি আসনে ১৯১৮ সালের পর প্রথমবারের জন্য লেবার দলের রোজি দাফিল্ড নামে একজন নারী জয়ী হয়েছেন।

Check Also

স্ত্রীকে নিয়ে ঢাকায় রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার

ঢাকায় রিকশা চালাচ্ছেন পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ! ভাবতে অবাক লাগলেও সম্প্রতি তেমনি এক ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।