৬ মাস পর চোখ বাঁধা অবস্থায় ফিরল যুবক

৬ মাস পর চোখ বাঁধা অবস্থায় ফিরল যুবক
লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ জুন ২০১৭,

 লক্ষ্মীপুর থেকে অপহরণের ৬ মাস পর চোখ বাঁধা অবস্থায় রাকিবুল হাসান রকি নামে এক যুবককে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।
রোববার ভোর রাতে শহরের বাগবাড়ি এলাকায় একটি গাড়িতে করে এনে তাকে ফেলে রেখে যাওয়া হয়। পরে স্থানীয় এক রিকশাচালক তাকে বাড়িতে পৌঁছে দেন বলে জানান রকি।

রাকিবুল হাসান রনি লক্ষ্মীপুর পৌর এলাকার সোনালী কলোনির বাসিন্দা তোফায়েল আহমেদের ছেলে। তিনি স্থানীয় একটি মোটরসাইকেল শোরুমের মার্কেটিং ম্যানেজার হিসাবে কাজ করতেন।

রকি বলেন, কারা তাকে তুলে নিয়ে গেছেন তা তিনি বুঝতে পারেননি। গত ৬ মাস ধরে তাকে একটি কক্ষে বন্দি রাখা হয়। বেশিভাগ সময় তার চোখ ও হাত বাঁধা ছিল। খাওয়া ও টয়লেটে যাওয়ার সময় চোখ ও হাত খুলে দেয়া হত। তাকে কখনো কোনো ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও কোনো ধরনের নির্যাতনও করা হয়নি বলে জানান ওই যুবক।

রকির পরিবার জানায়, গত বছরের ৬ ডিসেম্বর শহরের পুরাতন আদালত রোড থেকে রাত ১০টার দিকে ব্যাডমিন্টন খেলার মাঠ থেকে তাকে সাদা মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়।

অপহরণের পরের দিন ৭ ডিসেম্বর তার বাবা তোফয়েল আহমেদ লক্ষ্মীপুর সদর থানায় জিডি করেন।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, আমরা খবর পেয়েছি তিনি ফিরে এসেছেন। পুলিশ তার বাড়িতে গিয়েছে। সে কোথায় ছিল, কি ঘটেছিল তার সঙ্গে কথা বললে সব জানা যাবে।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।