বাজেটে করের কারণে মানুষের জানপ্রাণ অস্থির : এরশাদ

ক্রাইমবার্তা রিপোট:রংপুরের পীরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হসিনার আসনেও নির্বাচন করার ইঙ্গিত দিয়ে সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রংপুরের ছয়টি আসনসহ সারাদেশের ৩০০ আসনেই আমরা প্রার্থী ঠিক করেছি। এরমধ্যে ১০০ আসনে আমরা জয়ি হবো। জয়ি হওয়ার মতো আমাদের আরো ৩০টি আসন আছে।

 

আজ সোমবার সকালে রংপুর পল্লী নিবাসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এসময় তার সাথে ছিলেন মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সেক্রেটারি এসএম ইয়াসির, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাফিউল ইসলাম শাফীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাজেট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, এই বাজেট হওয়া উচিৎ ছিল নির্বাচনী বাজেট। কিন্তু তা না করে এমন করের বোঝা চাপিয়ে দিলো সরকার, মানুষের জানপ্রাণ অস্থির হয়ে গেছে। কেউ এই বাজেট গ্রহণ করতে পারেনি। এই বাজেটে কেউ খুশি নয়। কৃষক খুশি নয়, চাকরীজীবি খুশি নয়, ব্যবসায়ী খুশি নয়, রিকশাওয়ালা খুশি নয়, ঠেলাগাড়িওয়ালা খুশি নয়। কেউ খুখি নয়।

চারদিনের দলীয় সফরে সোমবার সকালে রংপুর আসেন এরশাদ।

 

Check Also

ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এল ২ বিলিয়ন ডলার

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটি  মার্কিন (২ বিলিয়ন) ডলারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।