ক্রাইমবার্তা ডটকম: আবুল হাসেম(২৫) এক জন কোরআনের হাফেজ। প্রতি রোজাতে মসজিদে তারাবির নামাজ পড়াতেন। খতম দিতেন কোরআন। তার মধুর কণ্ঠে কোরআনের তেলওয়াত শুনতে দুরদুরান্ত থেকে অনেক মুসল্লি ছুটে আসতেন। কিন্তু এবার সে কোরআনের খতম দিতে পারল না। তারাবির নামাজও পড়াতে পারল না। মুসল্লিরা তার কন্ঠে আর কোরআন তেলওয়াতও শুনতে পাচ্ছে না। কারণ সে ব্রেইন টিউমারে আক্রান্ত। ডাক্তার বলছে এতে তার কয়েক লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু এত টাকা যোগাড় করে তার পরিবারের পক্ষে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। ফলে দিন দিন মৃত্যের প্রহর গুনতে হচ্ছে। বর্তমানে তিনি ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সেস্ ও হাসপাতালের সহকারি অধ্যাপক নিউরো সার্জারী বিশেষজ্ঞ ডাঃ মোঃ শফিউল আলম এর নিকট চিকিৎসাধীন রয়েছেন। ডাঃ সাহেব জানান তার ব্রেইনে জরুরী ভিত্তিতে অপারেশন করাতে হবে। এর জন্য প্রায় ২-৩ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু তার পিতা একজন দরিদ্র দিন মজুর । পরিবারে পক্ষে এত টাকা যোগাড় করে তার চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তাই চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী সদয়বান মানুষের সাহায্য ও সহানুভূতি কামনা করেছেন পরিবারটি।
সাহায্য পাঠানোর ঠিকানা ঃ আবুল হোসেন
ইসলামী ব্যাংক, সাতক্ষীরা শাখা
সঞ্চয়ী হিসাব নং – ২৯০৪৯
ব্যক্তিগত বিকাশ নং ০১৭২৫০৮৩২১১ঃযোগাযোগ০১৭১২৩৩৩২৯৯
Check Also
সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …