ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :: আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে কারাগার হামলায় নিহত হয়েছে অন্তত ১১ জন। পলাতক প্রায় ৯ শতাধিক। স্থানীয় সময় রোববার অজ্ঞাত সন্ত্রাসী হামলার শিকার হয় দেশটির ‘দ্য কাংওয়াই প্রিজন’ টি।
এ বিষয়ে কঙ্গোর উত্তর কিভু প্রদেশের গর্ভনর জুলিয়েন পালুকু বলেন, ‘দূপুর সাড়ে ৩ টার দিকে বেনি এলাকায় অবস্থিত কাংওয়াই কারাগারে হামলার ঘটনাটি ঘটেছে। ঘটনায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের বন্দুক যুদ্ধে নিহত ১১ জনের মধ্যে নিরাপত্তাকর্মী রয়েছেন ৮জন।
ওই সময় কারাগার থেকে ৯ শতাধিক আসামী পালিয়েছে। ৯৬৬ জন আসামীর মধ্যে এখন কারাগারে মাত্র ৩০ জন রয়েছে বলে জানান পালুকু।
এ ঘটনার পর থেকে জরুরী অবস্থা জারি করা হয়েছে পুরো এলাকা জুড়ে।
এর আগে ২০১৪ সালে বেনি এলাকায়ই সহিংস হামলায় নিহত হয়েছিলেন প্রায় ৭ শ বেসামরিক নাগরিক। হত্যাকা-গুলোর পেছনে অ্যালইড ডেমোক্রেটিক ফোর্স (এডিএফ) এর হাত রয়েছে বলে ধারণা করা হয়।
২০১৪ সালের ওই ঘটনার পর এডিএফের অনেক সদস্যকে আটক করে কাংওয়াই কারাগারে রাখা হয়। ধারণা করা হচ্ছে নতুন হামলাটিও এই দলেরই সংগঠিত পরিকল্পনার অংশ। আরব নিউজ,
Check Also
শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। এ তথ্য …