ক্রাইমবার্তা রিপোট:লক্ষ্মীপুর প্রতিনিধি:পূর্ব শত্রুতার জের ধরে লক্ষ্মীপুরে প্রতিপক্ষ সিরাজ গংদের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করার অভিযোগ উঠেছে। এতে করে প্রায় ২ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করা হয়। এ ঘটনায় সোমবার (১২ জুন) সাজু বেগম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে সিরাজ গংদের সাথে একই এলাকার রফিক উল্লাহ গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। রবিবার (১১ জুন) সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের রামানন্দী গ্রামে রাত আনুমানিক ৪টার দিকে রফিক উল্যা ছেলে সোহাগ (২৬), মৃত-নজির আহাম্মদ ছেলে রফিক উল্যা (৫২), অজি উল্যা ছেলে হোসেন (৩৫), সহ ৪/৫জন দলবদ্ধ হয়ে সিরাজ মিয়ার মৎস্য খামারে বিষ প্রয়োগ করে। বিষ প্রয়োগের কারনে প্রায় ২লক্ষ টাকার মাছ মরে যায় বলে ভুক্তভোগি পরিবারের দাবি।
ভুক্তভোগি সাজু জানান, পূর্ব শত্রতার জের ধরে আমাদের পুকুরের মাছ গুলো তারা বিষ দিয়ে মেরে ফেললো। আমি এ ঘটনার বিচার দাবি করি। এনিয়ে সোহাগ আমার শ্লীলতাহানী করার ভয়-ভীতি দেখাচ্ছে। বর্তমানে তাদের ভয়ে বাড়িতে যেতে সাহস পাচ্ছেন না তারা।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামসুল আরেফিন জানান, বিষ ঢেলে মাছ নিধন করার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।