শ্যামনগরে চেয়ারম্যান আব্দুল কাদেরের স্মরণ সভা অনুষ্ঠিত

ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামাল-শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক, মরহুম চেয়ারম্যান- জি,এম আব্দুল কাদের সাহেবের ৯ম মৃত বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ১২ ই জুন ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মরহুম চেয়ারম্যান পুত্র ও চেয়ারম্যান মোঃ আবু সালেহ বাবু এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শ্যামনগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক- আতাউর হক দোলন, এন জি এফ এর নির্বাহী পরিচালক- লুৎফর রহমান, নওয়াবেকী মহাবিদ্যালয় (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ- একরামুল কবির, মাধ্যঃ বিদ্যাঃ প্রধান শিক্ষক- শশাঙ্ক কুমার, আটুলিয়া আওয়ামীলীগ এর সভাপতি: গাজী কামরুল ইসলাম, সাধারন সম্পাদক সাধু রঞ্জন মন্ডল, ইউপি সচিব মোঃ আবু সাইম, মুক্তিযোদ্ধা আটুলিয়া ইউনিয়ন কমান্ড-জি,এম, হুমায়ুন গাজী সহ ইউপি সদস্য/সদস্যা, আটুলিয়া সহ শ্যামনগর উপজেলার গণ্যমান্য ব্যক্তি বগ উপস্থিত ছিলেন ।সম্মানিত মরহুম ইউ.পি চেয়ারম্যান ও মেম্বারগণের মরণোত্তর সম্মাননা প্রদান ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষ্যে আজ ইফতারীর পূর্বে বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম চেয়ারম্যান- জি,এম, আব্দুল কাদের রুহের মাগফিরাত কামনায় ইউনিয়নের প্রতিটি মসজিদে দোয়া অনুষ্ঠানের কর্মসূচি গ্রহন করা হয়েছে। স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানটি আয়োজন করেন: এ. কাদের ফাউন্ডেশন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন: আটুলিয়া ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।18

 

শ্যামনগরে মহিলা ইউপি সদস্য লাঞ্চিত

মোস্তফা কামাল-শ্যামনগর ব্যুরো: শ্যামনগরে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সেলিনা বেগমকে একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল হক লাঞ্চিত করেছেন।  সোমবার বেলা ১১ টার দিকে ইউনিয়ন পরিষদ হলরুমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিনা বেগম প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, গতকাল বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলন কর্তৃপক্ষ স্থানীয় জনগণকে নিয়ে স্বচ্ছতা ও দায়বদ্ধতা শীর্ষক এক আলোচনা সভা চলছিল। সভায় ফজলু মেম্বর সরকার সমালোচনা করে বক্তৃতা দেওয়ার সময় সেলিনা বেগম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ফজলু মেম্বর তার মোবাইল ফোন ও ব্যাগ কেড়ে নেয় এবং শারিরীক ভাবে লাঞ্চিত করে। ফজলু মেম্বর জানান,তার মোবাইলটি সেলিনা সাঈদ না দিয়ে তাল বাহনা করলে কথা কাটাকাটি হয় মাত্র।

 
শ্যামনগরে মাদকসেবীদের লাঠির আঘাতে
এক ব্যক্তি গুরুত্বর আহত থানায় অভিযোগ
মোস্তফা কামাল-শ্যামনগর ব্যুরো:: শ্যামনগর উপজেলার সোরা গ্রামের চা ও ফাস্ট ফুডের দোকানদার আসলাম ফারুক মাদকসেবীদের দা ও লাঠির আঘাতে গুরুত্বর আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আসলাম ফারুকের পিতা বাদী হয়ে শ্যামনগর থানায় এজাহার দাখিল করেছে। এজাহার সূত্রে জানাযায় শ্যামনগর উপজেলার সোরা গ্রামের রফিকুল ইসলাম মোল্যার পুত্র রিয়াজুল, মিজানুর তরফদারের পুত্র চঞ্চল তরফদার ও তারানিপুর গ্রামের সবুর শেখ এর পুত্র জাহিদ দলবদ্ধ হয়ে ছিন্তাই, চাঁদাবাজী ও মাদক সেবন করে থাকে। প্রকাশ্যে দিবালোকে মাদক সেবনকালে আসলাম ফারুক বাধা দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে আসলাম ফারুকের নিকট ৩০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে রাজী না হওয়ায় রবিবার রাত ৮টায় আসলাম ফারুক দোকান থেকে বাড়ী ফেরার পথে আসামী চঞ্চল তরফদারের বাড়ীর সামনে গেলে আগে থেকে ওত পেতে থাকা আসামীগণ আসলাম ফারুকের উপর হামলা করে লাঠি ও রড় দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে এবং কাছে থাকা ১৭ হ্জাার টাকা ছিন্তাই করে। তার চিৎকারে এজাহারের উল্লেখিত স্বাক্ষীগণ ঘটনাস্থলে যেয়ে তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আসলাম ফারুকের পিতা হযরত আলী বাদী হয়ে উক্ত মাদকসেবীদের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছে। মামলার প্রস্তুতি চলছে।

Check Also

সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা :সাতক্ষীরা   জেলা  জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।