বান্দরবান ও রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ৯

বান্দরবান ও রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ৯
বান্দরবান ও রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ৯বান্দরবান: বান্দরবান ও রাঙামাটিতে অতি বৃষ্টির কারণে পাহাড় ধসে শিশুসহ ৯ নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন। নিখোঁজ রয়েছে ২ জন।

মঙ্গলবার রাতে দুই জেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

বান্দরবানে নিহতদের মধ্যে চার হলো, শহরের আগাপাড়ার একই পরিবারের শুভ বড়ুয়া (৮), মিঠু বড়ুয়া (৬), লতা বড়ুয়া (৫) ও কালাঘাটা কবরস্থান এলাকার রেবি ত্রিপুরা (১৮)।

এ ঘটনায় এখনো জাইল্লাপাড়ায় কামরুন্নাহার ও তার মেয়ে সুফিয়া (২০) নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

এছাড়া গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- পসান ত্রিপুরা ও বীর বাহাদুর ত্রিপুরা।

সদর থানার ওসি মো. রফিক উল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে, রাঙামাটিতেও পাহাড় ধরে আরও ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।