????????????????????????????????????

রাঙামাটিতে পাহাড় ধসে ৬ সেনা সদস্য নিহত, আশঙ্কাজনক ৫ ও নিখোঁজ ২

রাঙ্গামাটিতে উদ্ধার অভিযানের সময় পাহাড় ধসে ৬ সেনা সদস্য নিহত
রাঙ্গামাটিতে উদ্ধার অভিযানের সময় পাহাড় ধসে ৬ সেনা সদস্য নিহত রাঙামাটি: প্রবল বর্ষণে রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার অভিযানে গিয়ে ২ কর্মকর্তাসহ ৬ সেনা সদস্য নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ২ সেনা কর্মকর্তার নাম জানা গেছে। তারা হলেন- মেজর মাহফুজ ও ক্যাপ্টেন শামীম। তারা রাঙ্গমাটি সেনা রিজিয়নে কর্মরত ছিলেন। বাকীদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মানিকছড়িতে সড়ক থেকে মাটি অপসারণের সময় পাহাড়ের মাটিচাপায় তারা নিহত হন।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মংখ্য সিং চৌধুরী মারমা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Check Also

সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের শপথ

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।