ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা-ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডায়েরি থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় মেইন গেটের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় থানা গেটের সামনে পৌঁছালে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়।
ইবি শাখা ছাত্রদল সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদের নেতৃত্বে মিছিলে সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম সোহাগ, যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহেদ আহম্মেদ, রঞ্জু আলী, পারভেজ, আহসান হাবিব, শহিদুল, সবুজ হোসেন, সাব্বির, মিজান, রোকনসহ অর্ধ-শতাধিক নেতা-কর্মী অংশগ্রহন করেন।
সংক্ষিপ্ত সমাবেশে ইবি শাখা ছাত্রদল সভাপতি ওমর ফারুক বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডায়েরি থেকে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে দিয়ে প্রশাসন একটি ন্যক্কারজনক কাজ করেছে। অনতিবিলম্বে ডায়েরিতে জিয়াউর রহমানের নাম সংযোজনের দাবি জানাচ্ছি। ডায়েরিতে প্রতিষ্ঠাতার নাম না দেয়া পর্যন্ত দুর্বর আন্দোলন চালিয়ে যাবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।’