সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযানে ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় ৫৪ পিস ইয়াবা,৩৯ বোতল ফেন্সিডিল ও আড়াই শো গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানান,সাতক্ষীরা সদর থানা থেকে ২২ জন,কলারোয়া থানা ০৪ জন,তালা থানা ০৩ জন, কালিগঞ্জ থানা ০৭ জন,শ্যামনগর থানা ০৪ জন, আশাশুনি থানা ০৫ জন,দেবহাটা থানা ০৩ ও পাটকেলঘাটা থানা থেকে ০৪ জনকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,খুলনা বিভাগে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযান চলছে। এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ৫২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
Check Also
আশশুনির প্রতাপনগরে ৩ নং ওয়ার্ড জামায়াতের কমিটি গঠন।। সভাপতি-নাসির,সেক্রেটারী-মোস্তফা মনোনীত
আশাশুনি প্রতিনিধি।। আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। …