নির্বাচনে প্রহসন হলে সরকার পতনের আন্দোলন: হাফিজ

নির্বাচনে প্রহসন হলে সরকার পতনের আন্দোলন: হাফিজ
নির্বাচনে প্রহসন হলে সরকার পতনের আন্দোলন: হাফিজ: বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ দলের নেতা-কর্মীদের নির্বাচনের পাশাপাশি গণআন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, দেশে এবার নির্বাচনের বাতাস প্রবাহিত হচ্ছে।

তিনি বলেন নির্বাচনের নামে প্রহসন হলে আমরা সরকার পতনের আন্দোলনে যাব। এ জন্য দলের নেতা-কর্মীদের দুই ধরণের প্রস্তুত থাকতে হবে।

তিনি সিলেট-১ আসনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে এই আসনে নির্বাচন করতে হবে না। এ আসনে বিএনপির একজন সর্বনিন্ম কর্মীকে মনোনয়ন দেয়া হলেও দেখা যাবে কে বিজয়ী হয়?

বিএনপি নেতা বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামীলীগ ৩০টি আসনও পাবে না বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার সিলেট জেলা বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মাহফিলে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম সভাপতিত্ব করেন।

হাফিজ উদ্দিন আহমদ আরো বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দেশে গণতন্ত্র, আইনের শাসন ও ও মানুষের মৌলিক অধিকার বলতে কিছু নেই। দেশে মানুষের ধর্ম পালনেরও স্বাধীনতা নেই। জেলায় জেলায় বিএনপিকে ইফতার কর্মসূচি পালনেও বাধা দেয়া হচ্ছে। এ অবস্থায় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তরুণ সমাজকে জেগে উঠতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, পূণ্যভূমি সিলেট থেকে আমরা সফল আন্দোলন দেখতে চাই।

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।