সৌদিতে ৫০ কোটি ডলারের বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদিতে ৫০ কোটি ডলারের বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদিতে ৫০ কোটি ডলারের বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রক্রাইমবাতা নিউজ ডেস্ক: চুক্তি মোতাবেক সৌদি আরবে ৫০ কোটি ডলারের বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

কাতারকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা দিনদিন খারাপের দিকেই যাচ্ছে।

আর এই পরিস্থিতিতে ফাঁয়দা লুঠতে ব্যস্ত রয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। ইতিমধ্যে পরিস্থিতি বুঝেই অস্ত্র পাঠাতে শুরু করছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি সৌদি আরবের কাছে ৫০ কোটি ডলারের বোমা বিক্রির একটি প্রস্তাব অনুমোদন করেছিলো মার্কিন সিনেট।

ইয়েমেনে আগ্রাসন চালাতে এসব বোমা সৌদি আরবের রয়্যাল এয়ার ফোর্স ব্যবহার করবে বলে উল্লেখ করা হয়। খবর আলজাজিরার।

অবশ্য কেন্টাকির রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পল এবং কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করে প্রস্তাব এনেছিলেন। তবে ৫৩-৪৭ ভোটে সেটি বাতিল হয়ে যায়।

এরপর সিনেটর পল আক্ষেপ নিয়ে বলেছিলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে এক অস্ত্রবাজ প্রজন্ম গড়ে তুলছি।’

শিয়া হুথি বিদ্রোহী ও তাদের মিত্রদের বিদ্রোহের মুখে ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহকে নির্বাসনে যেতে হয়। এর জের ধরে ২০১৫ সাল থেকে দেশটির বিদ্রোহী দমনের দায়িত্ব নেয় সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট। এরপর থেকে এখন পর্যন্ত সেখানে অন্তত আট হাজার মানুষ নিহত হয়েছেন

Check Also

সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের শপথ

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।