দেবহাটায় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের পুনবাসনের লক্ষ্যে ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করলেন- রুহুল হক এমপি

ক্রাইমবার্তা রিপোট:মীর খায়রুল আলম: দেবহাটায় ঘুর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্থদের পুনবাসনের লক্ষ্যে ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়েছে। 15বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগে পরিস্থিতি মোকাবেলা ও ক্ষতিগ্রস্থদের পুনবাসনের লক্ষ্যে ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী, বর্তমান সাতক্ষীরা-৩ আসনের সংসদ অধ্যাপক আলহাজ্ব আ.ফ.ম রুহুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান বিকাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা জসীমউদ্দীন, যুবউন্নয়ন কর্মকর্তা ইছমোআরা বেগম, হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুস সামাদ, নির্বাচন কর্মকর্তা শেখ শরিফুল ইসলাম, বিআরডিপি কর্মকর্তা ইসরাইল ইসলাম, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা অশিত বরণ রায়, একটি বাড়ি একটি খামারের সমন্বয়কারী শিরিনা সুলতানা, দেবহাটা কলেজ অধ্যাক্ষ একেএম আনিসউসজ্জামানসহ বিবিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বক্তরা বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশকে ক্ষুদা ও দারিদ্রতা, সন্ত্রাসমুক্ত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে দেশ থেকে শত্রুমুক্ত করা হয়েছিল। কিন্তু বর্তমান কিছু দেশবিরোধী শত্রুরা দেশকে আবারও পিছিয়ে দিতে চাই। তাই আগামী নির্বাচনে জননেত্রীর হাতকে শক্তিশালি করতে হবে। শেখ হাসিনা সাধারণ মানুষের জন্য বিভিন্ন সহযোগীতা করে যাচ্ছেন। খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়ন করা হলে দেশর উন্নয়ন হবে। সরকারের প্রতিটা স্থরে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। কৃষির উন্নয়নে চাল দেশের বাইরে রপ্তানি সম্ভব হয়েছে। নিজেদের অর্থায়নে পদ্মাসেতু নির্মান কাজ চলছে। শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে অপশক্তি আমাদের পিছনে লেগে আছে। অপশক্তি ধর্মের নামে মানুষকে ভুল পথে না নিয়ে যেতে পারে সেজন্য সকলকে খেয়াল করার অনুরোধ জানানো হয়। এসময় উল্লেখ করে বলা হয়, দেবহাটায় প্রতিটা এলাকায় বিদ্যুত, রাস্তা, ব্রিজ-কালভাট, কমিউনিটি ক্লিনিক, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ, প্যারামেডিকেল, রেল লাইন স্থাপনসহ অসংখ্য উন্নয়ন করেছেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী। তিনি যে অবদান রেখেছেন তা কখনো ভুলে যাওয়ার নয়। বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাই আসুন সরকারের উন্নয়নের সাথে একাত্বতা প্রকাশ করে কাজ করে যায়। এসময় ঐচ্ছিক তহবিল থেকে ১০৯জন কে ১হাজার টাকার চেকে প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।

Check Also

সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন  

সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।