ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:ভারতের আঘাতের পর দমে যাচ্ছে না বাংলাদেশ। পাল্টা আঘাত হানছে তারাও।
ক্রিকইনফোর ধারাভাষ্যকার বলছেন, ‘দিনের শুরুতেই উইকেট তুলে নেয় ভারত। তারপর পাল্টা আঘাত হানে বাংলাদেশ। পরে আবার পেস আক্রমণ চালায় ভারত, শিকার করে আরো একটি উইকেট। তারপর আবার প্রতিঘাত করে টাইগাররা। তবে সবে তো খেলা শুরু। ১০ ওভার হয়েছে মাত্র। ৯০ ওভার পর্যন্ত অপেক্ষা করতে পারছি না!’
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন সৌম্য সরকার। তাতে বিচলিত না হয়ে পাল্টা আঘাত হানে টাইগাররা। সাব্বির মাঠে এসেই ঝড়ো ব্যাটিং করে। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলে ভালো রান যোগ করেন।
তবে বেশিক্ষণ নয়, ক্রিজে বল হাতে আসেন ভূবনেশ্বর। এর আগে সৌম্যের উইকেটটি শিকার করেন তিনি। এরপর সাব্বিরও তার শিকার হন।
কিন্তু দমে যায়নি টাইগাররা। পাল্টা আঘাত হানে তারা। পর পর তিনটি বাউন্ডারি হাঁকান মুশফিকুর রহিম।
তামিম-মুশফিক জুটি এখন ক্রিজে।