ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার,সাতক্ষীরার কলারোয়ায় মাদরা সীমান্তের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় গরুর পঁচা মাংশ উদ্ধার করেছে। বুধবার বিকালের দিকে উপজেলার উত্তর ভাদিয়ালী থেকে বস্তা ভর্র্তি ওই পঁচা মাংশ উদ্ধার করা হয়। মাদরা বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক বাবুর মোল্যা জানান, তার নেতৃত্বে উত্তর ভাদিয়ালী গ্রামের সীমান্তবর্তী সোনাই নদীর পাড় থেকে ভারত থেকে চোরাইপথে আসা কয়েক বস্তা ভর্তি গরুর পঁচা মাংশ উদ্ধার করে। তিনি আরো বলেন, বস্তা ভর্তি গরুর পঁচা মাংশ সোনাই নদীর ওপার ভারত সীমান্ত থেকে দড়ি বেঁধে পানির মধ্য দিয়ে টেনে বাংলাদেশ সীমান্তে আনা হয়েছিল। তবে এসময় কোন চোরাচালানীকে আটক করা সম্ভম হয়নি। পরে সন্ধ্যায় মাদরা বিজিবির কোম্পানি কমান্ডার ফিরোজ হোসেনের উপস্থিতিতে উদ্ধারকৃত পঁচা মাংশ মাটিতে পুতে ফেলা হয় বলে জানা যায়।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …