ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
বৃহস্পতিবার এজবাস্টনে বাংলাদেশ সময় সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।
ম্যাচে কালো ব্যাজ পড়ে খেলতে নামবে মাশরাফি বাহিনী।
টানা বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় পাহাড় ধস ও ভয়াবহ বিপর্যয়ে হতাহতের ঘটনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার টাইগাররা পাহাড় ধসে নিহতদের ঘটনায় শোক প্রকাশ করেন। প্রায় অধিকাংশ ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করেন ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।
বুধবার দুপুর ১টা ১০ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে টাইগার দলপতি মাশরাফি লেখেন, ‘পাহাড় কাটা আর অপরিকল্পিত বসত বাড়ির কারণে প্রায় প্রতিবছরই এই সময়টাতে পাহাড় ধ্বসের কারণে হতাহতের খবর শুনতে হয়। ভূমি ধসে নিহত সবার আত্মার শান্তি কামনা করছি।’
তিনি আরও লেখেন, ‘উদ্ধার কাজে করতে গিয়ে প্রাণ হারানো সেনাবাহিনীর বীর সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করছি। দেশের জন্য জীবন দেয়া সবাই পারে না, কিন্তু আপনারা পেরেছেন।’