দেবহাটায় মাহিদ্রা ও পিকআপের সংঘর্ষে ১ মহিলা নিহত, আহত ৫

ক্রাইমবার্তা রিপোট:সাতক্ষীরার দেবহাটায় মাহিদ্রা ও পিকআপের সংঘর্ষে এক মহিলা নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ৫ যাত্রী। নিহত মহিলার নাম খায়রুন্নেছা (৫০)। তিনি জেলার কালীগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। ঘাতক পিকআপ ও পিকআপের ড্রাইভারকে দেবহাটা থানা পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় নিহতের ছেলে আনিছুর রহমান বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।22

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে জানা গেছে, বৃহষ্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে রফিকুল ইসলাম ও তার স্ত্রী আত্মীয়ের বাড়ি থেকে বেড়ানো শেষে একটি মাহিদ্রা করে কালীগঞ্জে তাদের বাড়িতে যাচ্ছিলেন। মাহিদ্রাটি সখিপুর মোড়ে পৌছালে পিছন দিক থেকে একটি দ্রুতগামী সাদা পিকআপ মাহিদ্রাটিকে ধাক্কা দিলে খায়রুন্নেছা ও রফিকুল ইসলাম সহ ৩/৪ জন যাত্রী আহত হন। তাদেরকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে খায়রুন্ন্ছো নিহত হন। পুলিশ পিকআপ ও ড্রাইভারকে আটক করেছে।

 

Check Also

আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।