ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের সঙ্গে অসভ্যতা করেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের খেলোয়ারদের প্রতি নানা ভাবে শারীরিক অঙ্গভঙ্গি করে ‘সেøজিং’ করছিলেন ভারতীয় ক্রিকেটাররা। ৩৫.২ ওভারে মুশফিকুর রহিমের আউটের পর বিরাট কোহলি ক্রিকেট মাঠে বাজে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি খুব কদর্য ভাবে জিহ্বাহ বের করে মুশফিককে ভেঙচি কাটেন। খুবই উৎকট এবং বাজে দেখতে এই ভেঙচি ক্রিকেটের সৌন্দর্যকে কালিমায় ঢেকে দেয়।
শুধু এজবাস্টনের দর্শক নন, টেলিভিশন ক্যামেরার মাধ্যমে সারা বিশ্বের ক্রিকেট প্রেমী মানুষরা বিরাটের ওই বিরাট জিহ্বাহ দেখে লজ্জায় মুখ লুকিয়েছেন।
Check Also
সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।
স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …