ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার,সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০বোতল ফেন্সিডিলসহ তসলিমা খাতুন (৪০) নামের এক মহিলা ফেন্সিডিল ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুুরের দিকে উপজেলার ঝাপাঘাট ছাগলের মোড় থেকে তাকে আটক করা হয়। সে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মুকুল গাজীর স্ত্রী। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভির্র্ত্তিতে খোরদো পুলিশ ফাঁড়ি জানতে পারেন যে, সীমান্ত এলাকা থেকে নসিমনে করে ফেন্সিডিল নিয়ে এক মহিলা ব্যবসায়ী কলারোয়ার অভিমুখে আসছিল। এ সময় ফাঁড়ির ইনচার্র্জ হাসানুজ্জামান রিপন ও এএসআই রুহুল আমিন আগে থেকে ওই মোড়ে ওৎ পেতে থাকেন। ফেন্সিডিলবাহী নসিমন ঝাপাঘাট ছাগলের মোড় এলাকায় আসা মাত্র পুলিশ সেটা গতিরোধ করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মহিলার সাথে হাতে থাকা ব্যাগ নিয়ে নসিমন থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। পরে ব্যাগ তল্লাশী করে ১০বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারসহ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। এব্যাপারে মাদকদ্রব্য আইনে থানায় আটক তসলিমার বিরুদ্ধে একটি মাদক মামলা নং (৩৪) ১৬/৬/১৭ দায়ের করা হয় এবং তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা যায়।
Check Also
বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সাতক্ষীরায় থাকবে বাড়তি নিরাপত্তা -ডিসি মোস্তাক আহমেদ।
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা :বড়দিন উদযাপন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সাতক্ষীরায় …